Mithun Chakraborty: বিজেপির রাজ্য কোর কমিটিতে মিঠুন চক্রবর্তী, বাদ গেলেন রূপা, রইল আরও চমক

Updated : Oct 24, 2022 19:52
|
Editorji News Desk

রাজ্য বিজেপির কোর কমিটিতে মিঠুন চক্রবর্তী। সোমবার সন্ধ্যায় জেপি নাড্ডার ঘোষিত নতুন কমিটির তালিকায় নাম রয়েছে এই অভিনেতারও। এছাড়া রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষের নাম রয়েছে সে তালিকায়। 

গত বিধানসভা নির্বাচনের আগে বিজেপিতে যোগ দিয়েই লাগাতার প্রচারে নামেন মিঠুন। কিন্তু ফলাফলের পর থেকে আর তাঁকে তেমন দেখা যায়নি। তবে বেশ কিছু মাস ধরে ফের গেরুয়া রাজনীতিতে সক্রিয় হয়েছেন তিনি। ফলস্বরূপ ২৪ জনের কোর কমিটিতে ঠাঁই পেয়েছেন এই অভিনেতাও। 

আরও পড়ুন- Narendra Modi: দীপাবলির আগেই দেশের কৃষকদের মুখে খুশির হাসি, অ্যাকাউন্টে জমা পড়ল ২ হাজার টাকা

কমিটিতে সুকান্ত-শুভেন্দুর পরেই রয়েছে দিলীপ ঘোষের নাম। এছাড়াও স্বপন দাশগুপ্ত, অনির্বাণ গঙ্গোপাধ্যায়রা রয়েছেন কমিটিতে। বিজেপির এই কমিটিতে প্রথমবার জায়গা পেলেন বিধানসভায় বিজেপির মুখ্য সচেতক মনোজ টিগ্গা। রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক হিসেবে বিধায়ক অগ্নিমিত্রা পাল এবং দীপক বর্মন জায়গা পেয়েছেন কমিটিতে। এছাড়া সাংসদ লকেট চট্টোপাধ্যায়, সাংসদ জ্য়োতির্ময় সিংহ মাহাতো এবং জগন্নাথ চট্টোপাধ্যায়ও রয়েছেন কোর কমিটিতে। 

কমিটিতে নতুন মুখ তিন কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক, শান্তনু ঠাকুর এবং জন বার্লা। এবারও কমিটিতে আছেন রাহুল সিনহা, কেন্দ্রীয় মন্ত্রী সুভাষ সরকার, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরী। তবে, উল্লেখযোগ্যভাবে কমিটি থেকে বাদ পড়েছেন রূপা গঙ্গোপাধ্যায়। 

বিজেপি নেতাদের একাংশের মতে, অতীতে এতবড় কোর কমিটি ছিল না রাজ্যে। ২৪ জনের এই কমিটিতে ২০ জন সাধারণ সদস্য এবং ৪ জনকে বিশেষ আমন্ত্রিত সদস্য হিসাবে রাখা হয়েছে। এই চারজন হলেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক সুনীল বনসল, কেন্দ্রীয় পর্যবেক্ষক মঙ্গল পাণ্ডে, অমিত মালব্য এবং আশা লাকরা।

Dilip GhoshMithun ChakrabortyBJPSukanta MajumdarRoopa Ganguly

Recommended For You

editorji | লোকাল

Local Train Cancel : সামনেই নতুন বছর, এই আবহে হাওড়া শাখায় বাতিল ৬০টি ট্রেন, ৩২ দিন বন্ধ পরিষেবা

editorji | লোকাল

Memary News : কী ছিল গোয়াল ঘরে ? গাঁজার সঙ্গেই মিলল টাকা, মেমারিতে চাঞ্চল্য

editorji | লোকাল

West Bengal Weather Update: ডিসেম্বরে উধাও শীত, নিম্নচাপের জেরে সপ্তাহান্তে বৃষ্টি, বড়দিন কি মাটি?

editorji | লোকাল

West Bengal Weather Update: শীতের আমেজ কার্যত গায়েব, চোখ রাঙাচ্ছে নিম্নচাপ, বড়দিনের ছুটিতে বৃষ্টি?

editorji | লোকাল

Tarapith Mandir: তারাপীঠ মন্দির দর্শনের নতুন নিয়ম চালু, না জানলে বিপদে পড়বেন আপনি