পুজো উদ্বোধনের মুখেই ধাক্কা বিজেপির। রবিবার বালুরঘাটে নিউটাউন ক্লাবে দুর্গাপুজোর উদ্বোধনের কথা মিঠুন চক্রবর্তীর। কিন্তু তার আগে দেওয়া হল না দক্ষিণ দিনাজপুর সার্কিট হাউস। এই ঘটনাকে 'দুর্ভাগ্যজনক' আখ্যা দিয়ে সুকান্ত মজুমদারের দাবি, একজন প্রাক্তন সাংসদের সঙ্গে শুধুমাত্র রাজনৈতিক কারণেই এই ঘটনা ঘটানো হচ্ছে।
এবারের পুজোয় 'মহাগুরু' মিঠুন চক্রবর্তীর কাঁধে চেপেই বৈতরণী পার হতে চায় মুরলীধর সেন লেন। কলকাতার পাশাপাশি বর্ধমান, বালুরঘাট, বোলপুরের একাধিক পুজো উদ্বোধনে থাকবেন 'মহাগুরু'। এমনকি, EZCC-তে বিজেপির পুজোয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গেও দেখা যেতে পারে মিঠুনকেও (Mithun Chakraborty)। শুক্রবার কলকাতায় নেমে সকলকে দুর্গোৎসবের আগাম শুভেচ্ছা জানান 'মহাগুরু'।
জানা গিয়েছে, কলকাতার পাশাপাশি জেলাতেও মিঠুন চক্রবর্তীকে মুখ করে জনসংযোগে নামতে চায় বিজেপি। এই জনসংযোগ কর্মসূচিতে অংশ নিতে উত্তরবঙ্গেও যেতে পারেন মিঠুন। গত বিধানসভা নির্বাচনের আগে গেরুয়া শিবিরের সমর্থনে রাজ্যের বিভিন্ন প্রান্তে ঝাঁঝালো বক্তৃতায় সাড়া ফেলে দেন 'মহাগুরু'। এবার বিজেপির প্রাক-পুজো জনসংযোগের জন্য শহরে এলেন মিঠুন চক্রবর্তী।
তবে এই বিষয়ে কড়া প্রতিক্রিয়া দিয়েছে তৃণমূল। মিঠুনকে 'বিশ্বাসঘাতক' আখ্যা দিয়ে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেন, বাংলার মানুষ মিঠুনকে মানে না। অন্যদিকে, সাংসদ শান্তনু সেন বলেন, “মিঠুন চক্রবর্তী আসছেন তা ভাল কথা। কিন্তু খবরদার, কাউকে এক ছোবলে ছবি করে দেবেন না।”