এক কেজি আমের বাজারদর আড়াই লক্ষ টাকা! এমনই বহুমূল্য ৮টি আম ফলেছে বীরভূমের দুবরাজপুরের একটি মসজিদের গাছে। আমের নাম মিয়াজাকি। জাপানে এই দুর্লভ প্রজাতির আম উৎপন্ন হয়। আম বিক্রির জন্য নিলাম ডেকেছেন মসজিদ কমিটির কর্তারা।
বছর দুয়েক আগে সৈয়দ সোনা নামে স্থানীয় এক ব্যক্তি জাপানে গিয়েছিলেন। সেখান থেকে এই বিশেষ প্রজাতির আমগাছের চারা এনে লাগিয়েছেন মসজিদে। অবশেষে তাতে ফল ধরেছে। বাজারের অন্য আমের থেকে একেবারেই ভিন্ন ধরনের দেখতে এই আম। নতুন ধরনের আম নিয়ে খোঁজখবর নিতে গিয়েই মসজিদ কর্তৃপক্ষ জানতে পারেন মিয়াজাকির কথা।
Mitin Masi-Koel Mallick: ১৫ দিনে শেষ শুটিং, এই পুজোয় আসছে 'মিতিন মাসি'
সিউড়ির চারাগাছ বিক্রেতা সাগর মাল জানান, জাপানের পাশাপাশি বাংলাদেশের কয়েকটি জায়গায় এই আম হয়। আমটি বেশ বড় এবং অত্যন্ত সুমিষ্ট। আঁটি খুবই ছোট। একেবারেই সহজলভ্য নয় এই ফল৷ তাই দাম প্রচুর৷ কেজিপ্রতি দু'লক্ষ টাকারও বেশি দাম।
মসজিদ কমিটির সভাপতি কাজি আবু তালেব জানিয়েছেন, শুক্রবার একটি আম পেড়ে নিলাম করা হবে। তবে ইতিমধ্যেই আড়াইলাখি আম দেখতে ভিড় জমছে উৎসাহীদের।