এক কেজি আমের বাজারদর পৌনে তিন লক্ষ টাকা! এমনই বহুমূল্য ৮টি আম ফলেছে বীরভূমের দুবরাজপুরের একটি মসজিদের গাছে। আমের নাম মিয়াজাকি। জাপানে এই দুর্লভ প্রজাতির আম উৎপন্ন হয়। সেই আম এখন রয়েছে শিলিগুড়ির আম উৎসবে, দেখতে ভিড় করছেন স্থানীয়রা।
জাপানে গিয়েছিলেন সৈয়দ সানা নামের ওই যুবক। সেখান থেকেই নিয়ে আসেন মিয়াজাকি আমের একটি চারা। গ্রামের মসজিদে সেটি রোপণ করেন। আম হওয়ার পর দেখা যায়, সেটি অন্যরকম দেখতে। খোঁজ নিয়ে জানতে পারেন, ওই আম মিয়াজাকি প্রজাতির।
মোট আটটি আম ফলেছে সানার বাগানে। প্রতিটির দাম ১৫ হাজার টাকারও বেশি। গত ৯ জুন থেকে শিলিগুড়ির মাটিগাড়ার এক শপিং মলে বসেছে এই বিশেষ আম উৎসবের আসর। আর সেখানেই সকলের নজর কাড়ছে এই রাজকীয় আম।