আইপিএলের মরশুমেও তাঁদের কাজিয়া লেগেই থাকল। এবার ঘাটালের তৃণমূল সাংসদ দেবের বিরুদ্ধে কাটমানি ভাগ করে নেওয়ার অভিযোগ করলেন খড়গপুরের বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়। হিরণের অভিযোগ, সব সরকারি প্রকল্পের ৩০ শতাংশ নিয়েছেন ঘাটালের সাংসদ দীপক অধিকারী। এবং এই কাটমানি তোলা হয়েছে এজেন্টদের দিয়ে। এরআগেও দেবের সম্পর্কে একাধিক অভিযোগ করেছিলেন হিরণ। এই অভিযোগের পাল্টা তৃণমূল জানিয়েছে, দেব ফোবিয়ায় ভুগছেন বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়।
দিন কয়েক আগেই ঘাটালে দেবের এক আত্মীয় তৃণমূলের বিরুদ্ধে আবাস যোজনায় কাটমানি নেওয়ার অভিযোগ করেছিলেন। সেই অভিযোগকে হাতিয়ার করেই খড়গপুরের বিধায়ক হিরণ চট্টোপাধ্যায় জানিয়েছেন, এর থেকে প্রমাণিত সাংসদের নিজের আত্মীয়রাও কাটমানির বাইরে যান না। যদিও হিরণের এই দাবিকে খারিজ করে দিয়েছে তৃণমূল। পশ্চিম মেদিনীপুরের তৃণমূল নেতা অজিত মাইতি জানিয়েছেন, কোনও প্রমাণ ছাড়াই দেব সম্পর্কে এই অভিযোগ করা হচ্ছে।
এরআগে সাংসদ সম্পর্কে বিধায়কের একাধিক অভিযোগে সরগরম হয়েছে রাজ্য রাজনীতি। বিশেষকের টলিউডের দুই হিরোর এই কাজিয়া গত কয়েক বছর ধরেই চলছে। বেশির ভাগ ক্ষেত্রেই হিরণের অভিযোগকে কোনও পাত্তাই দেননি দেব।