পূর্ব মেদিনীপুর, কলকাতার পর এবার মালদহ। ফের রাজ্য়ের বিধায়কের গাড়িতে ধাক্কা মারল লরি। শনিবার ভোরে গাজোলে দুর্ঘটনার কবলে পড়ল বিধানসভার পিএসির চেয়ারম্য়ান ও বিধায়ক কৃষ্ণ কল্যাণীর গাড়ি। যদিও সেইসময় গাড়িতে বিধায়ক ছিলেন না। তাঁকে স্টেশন থেকে আনতে যাচ্ছিল গাড়ি। ঘটনায় দু জন গুরুতর আহত হয়েছেন। তাঁদের মালদহ মেডিক্য়াল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কলকাতা থেকে পদাতিক এক্সপ্রেসে এদিন সকালে মালদহে ফেরেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্য়াণী। তাঁকে আনতেই গাড়ি যাচ্ছিল মালদহে স্টেশনে। পুলিশ সূত্রে খবর, ভোরে সেখানে যাওয়ার পথে বিধায়কের গাড়িতে পিছন থেকে সজোরে ধাক্কা মারে একটি লরি। লরিকে আটক করা হয়েছে। ট্রেন থেকে নেমেই হাসপাতালে যান বিধায়ক।
এর আগে পূর্ব মেদিনীপুর এবং কলকাতার সার্ভে পার্ক থানা অঞ্চলে বিজেপি বিধায়ক এবং রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয়ে লরিতে ধাক্কা মারার ঘটনা ঘটেছিল।