বলিউড বাদশা শাহরুখকে বিগ বাজেটের বাংলা ছবি বানানোর জন্য অনুরোধ করবেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী। শুক্রবার গভীর রাতে জওয়ান দেখে এমনই মন্তব্য করেন তিনি। শুক্রবার নিজের অনুগামীদের নিয়ে রাত ২টোর শো দেখতে গিয়েছিলেন বিধায়ক।
এদিকে জওয়ানের উন্মাদনায় ভাসছে আট থেকে আশি। মফঃস্বলগুলিতেও দর্শকদের চাহিদার কথা মাথায় রেখে গভীর রাতের শো অ্যারেঞ্জ করা হয়েছে। একাধিক হল মালিক জানিয়েছেন, আগামীদিনেও এই রকম চাহিদা থাকলে গভীর রাতের শো আয়োজন করা হবে।
Read More- দেশজুড়ে যেন চলছে জওয়ান উৎসব, কলকাতা থেকে হায়দ্রাবাদ মেতেছে সেলিব্রেশনে, ছবি দেখেছেন?
এদিকে রায়গঞ্জে রাত ২টোয় ওই শো শুরু হয়ে শেষ হয় ভোর ৫টা নাগাদ। অনেক দর্শক জানিয়েছেন, আরও কয়েকবার তাঁরা এই সিনেমা দেখতে হলমুখো হবেন।