ভোট হচ্ছে মুর্শিদাবাদের সাগরদিঘিতে। আর কলকাতায় বসে সেই ভোটের উপরেই নজর বঙ্গ রাজনীতিতে নতুন দল আইএসএফের একমাত্র বিধায়ক নৌশাদ সিদ্দিকির। জেলবন্দি নৌশাদের দাবি, সাগরদিঘিতে ঠিক মতো ভোট হলে, বিধানসভায় যেতে পারেন তাঁর মতো আরও অনেক বিরোধী। তবে সাগরদিঘির ভোট স্বচ্ছ হচ্ছে কীনা, তা নিও প্রশ্ন তুলেছেন তিনি। রাজনৈতিক মহলের মতে, নাম না করে এই ইস্যুতেই তৃণমূলকে বিঁধেছেন আইএসএফ বিধায়ক।
গত ২১ জানুয়ারি ধর্মতলায় ঘটনায় গ্রেফতার করা হয়েছিল আইএসএফের একমাত্র বিধায়ক নৌশাদ সিদ্দিকিকে। তারপর থেকে জেলেই আছেন তিনি। একাধিক মামলা চলছে তাঁর বিরুদ্ধে। এদিনও তাঁকে বারুইপুরের মহকুমা আদালতে তোলা হয়েছিল। সেখানেই নৌশাদের পাল্টা প্রশ্ন, সাগরদিঘিতে ঠিক মতো ভোট হচ্ছে তো ? তাঁর দাবি, মানুষ ভোট দিলেই জিতবে বিরোধীরা। ফলে তাঁর মতো বিরোধীরাও বিধানসভায় যেতে পারবেন।
নৌশাদের এই দাবিকে খুব একটা আমল দিচ্ছে না শাসক তৃণমূল কংগ্রেস। তাদের দাবি, কেন্দ্রীয় বাহিনীর অধিনে ভোট হচ্ছে। ফলে এরপর ভোট স্বচ্ছ হচ্ছে কীনা, তা নিয়ে প্রশ্ন তোলার কোনও অবকাশ নেই।