"পঞ্চায়েত ভোটের আগে হারের ভয়ে আটকে রাখার চেষ্টা চলছে।" শুক্রবার বারুইপুর আদালতে ঢোকার মুখে এভাবেই তৃণমূলের বিরুদ্ধে সোচ্চার হলেন ভাঙ্গড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকি(MLA Nawshad Siddique)। এই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট(ISF Leader) নেতার অভিযোগ, ভাঙড়ের বুকে শাসকের ভোট নষ্ট হচ্ছে বলেই তাঁদের আটকে রাখা হচ্ছে। এদিন নওশাদের আরও অভিযোগ, তাঁর বিরুদ্ধে রাজনৈতিক ষড়যন্ত্র(Political Vendetta) চলছে।
আইএসএফের প্রতিষ্ঠা দিবসে ধুন্ধুমার বাধে ভাঙড়ে(ISF-TMC Clash in Bhangar)। তৃণমূল-আইএসএফ সংঘর্ষে রণক্ষেত্রের চেহারা নেয় ভাঙড়(Bhangar Police Station)। আইএসএফের অভিযোগ, বেছে বেছে তাঁদের কর্মীদের গ্রেফতার করে পুলিশ। এরপরেই ধর্মতলার নওশাদ সিদ্দিকির(MLA Nawshad Siddique) নেতৃত্বে রাস্তা অবরোধ করে আইএসএফ কর্মী-সমর্থকরা। অবরোধ ওঠাতে গেলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি চলে আইএসএফ কর্মী-সমর্থকদের। সেখান থেকেই গ্রেফতার করা হয় নওশাদ সহ একাধিক আইএসএফ কর্মীকে(ISF Workers Arrested)।
আরও পড়ুন- Ration Card New Rules: চলতি মাস থেকেই রেশন কার্ডে বড় বদল রাজ্যে, মিলতে পারে বাড়তি খাদ্যসামগ্রী?