'এসেছে হোলি এসেছে', 'খেলব হোলি রং দেবো না' কিম্বা 'রং বরষে'- এর মতো একের পর এক সুপারহিট গান গাইছেন তিনি। তাঁকে ঘিরে রয়েছেন উৎসাহী সমর্থকরা। তিনি কে? চিনতে পারছেন? সুজিত বসু(Sujit Bose), রাজ্যের দমকল মন্ত্রী।
দোলের দিন একেবারে অন্য মেজাজে ধরা পড়লেন রাজ্যের মন্ত্রী তথা বিধায়ক সুজিত বসু(MLA Sujit Bose)। সকাল থেকেই নিজের ক্লাব শ্রীভূমি স্পোর্টিংয়ে(Sreebhumi Sporting Club) রং খেলায় মাতলেন তিনি। শুধু তাই নয়, বাড়তি পাওনা হিসেবে মিলল মন্ত্রীর গলায় গান।
সারাবছর একঘেয়ে কাজের মাঝে বছরের কিছুদিন একেবারে নিজের মতো করে কাটাতে অভ্যস্ত মন্ত্রী সুজিত বসু। আর সেই ছবি ধরা পড়ল শুক্রবারও। শুধু সাধারণ মানুষই নয়, দোলের আনন্দ ভাগ করে নিলেন রাজ্যের মন্ত্রী-বিধায়ক(MLA-Minister of West Bengal) থেকে উচ্চপদস্থ আমলারা।
উল্লেখ্য, প্রতিবছরের মতো এই বছরও শ্রীভূমি স্পোর্টিংয়ের অনুষ্ঠানের শুভ সূচনা করেন সুজিত বসু(Sujit Bose)।