কর্মীদের নিয়ে বিজয় উৎসব করার সময় পায়ে চোট পেলেন নদিয়ার তেহট্টের বিধায়ক তাপস সাহা। জমায়েত সরানোর জন্য তেহট্ট হাইস্কুলের সামনে লাঠিচার্জ করে কেন্দ্রীয় বাহিনী। সেসময়ই বিধায়কের পায়ে চোট লাগে।
জানা গিয়েছে, ভোটের ফল প্রকাশ হতেই কর্মীদের নিয়ে বিজয় উৎসব করছিলেন তাপস সাহা। সেসময় বিরোধীদের অভিযোগের ভিত্তিতে লাঠিচার্জ শুরু করে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। পায়ে চোট লাগে বিধায়কের। অন্যদিকে বিরোধীদের অভিযোগ, বাহিনীকে ইট ছোড়ার হুমকি দিয়েছিলেন তাপস।