ফের জমে গেল পাহাড়। লোকসভার আগে দার্জিলিঙে এবার বিজেপি বনাম বিজেপি। শনিবার , এই কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী রাজু বিস্তার বিরুদ্ধে মনোনয়ন জমা দিলেন বিজেপিরই বিধায়ক বিষ্ণুপ্ৰসাদ শর্মা। যা নিয়ে, বিজেপি তো বটেই, লোকসভা ভোটের আগে হতবাক রাজনৈতিক মহলও।
এদিন মহাকাল মন্দিরে পুজো দিয়ে মনোনয়ন জমা দেন বিষ্ণু। তিনি জানিয়েছেন, নির্বাচনে দাঁড়িয়ে দল বিরোধী কোনও কাজ করেননি, স্রেফ নিজের দাবিকে সংসদে নিয়ে যাওয়ার জন্যেই নির্বাচনে মনোনয়ন জমা দিয়েছেন।
রাজনৈতিক মহলের মতে, পৃথক গোর্খাল্যান্ড হাতের বাইরে যেতে পারে এই আশঙ্কাতেই দার্জিলিং কেন্দ্রে পৃথকভাবে প্রার্থী হলেন বিজেপির এই বিধায়ক।
রাজ্যের দ্বিতীয় দফায়, ভোট হবে পাহাড়ে। ইতিমধ্যেই ওই কেন্দ্রে রাজু সিং বিস্তাকে সরকারিভাবে প্রার্থী ঘোষণা করেছে বিজেপি। তৃণমূলের প্রার্থী গোপাল লামা। সম্প্রতি ইন্ডিয়া জোটের সঙ্গে যোগ দিয়ে পাহাড়ের রাজনীতিতে নতুন সমীকরণ দিয়েছে হামরো পার্টি। মুনিশ তামামকে দার্জিলিং থেকে প্রার্থী করার প্রস্তাব দিয়েছেন হামরো প্রধান অজয় এডওয়ার্ডস। এই পরিস্থিতিতে, বিষ্ণু শর্মার মনোনয়ন লোকসভা ভোটের আগে নতুন মাত্রা দিল দার্জিলিংকে।