ঝাড়খন্ড থেকে খুনের হুমকি পাচ্ছেন বলে অভিযোগ তুললেন মুর্শিদাবাদের তৃণমূল কংগ্রেস বিধায়ক জাকির হোসেন। সুতি থানায় তিনি এই বিষয়ে লিখিত অভিযোগও দায়ের করেছেন শনিবার।
কী অভিযোগ?
বিধায়ক জাকির হোসেনের অভিযোগ, তাঁর ব্যক্তিগত হোয়াটসঅ্য়াপ নম্বরে একটি নম্বর থেকে ফোন আসছে। ওই ফোন কলে অপর প্রান্ত থেকে তাঁকে অকথ্য ভাষায় গালিগালাজ দেওয়া হচ্ছে। প্রাণে মেরে ফেলারও হুমকি দেওয়া হচ্ছে তাঁকে। তাঁর দাবি, ঝাড়খন্ড থেকে ওই ফোন করা হচ্ছে। পুরো ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন বিধায়ক।
ইতিমধ্যে বিধায়কের লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশও জানতে পেরেছে ঝাড়খণ্ড থেকেই ওই ফোন করা হয়েছিল। কে ওই হুমকি ফোন করছেন তা জানার চেষ্টা করছে পুলিশ।