রেশন বণ্টন দুর্নীতি কাণ্ডে রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক এবং তাঁর ঘনিষ্ঠ বাকিবুর রহমানকে গ্রেফতার করেছে ED। সূত্রের খবর, এবার তাঁদের ফোন ফরেনসিক পরীক্ষায় পাঠাতে পারে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। গোয়েন্দাদের ধারণা, হোয়াটসঅ্য়াপ চ্যাট সহ মোবাইল ফোন থেকে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য মিলতে পারে।
এদিকে শারীরিক অসুস্থতার জন্য শুক্রবার রাতেই হাসপাতালে ভর্তি করা হয় জ্যোতিপ্রিয় মল্লিককে। সূত্র মারফত জানা গিয়েছে, বর্তমানে তাঁর অবস্থা স্থিতিশীল। তবে শনিবার তাঁর হৃদযন্ত্রের অবস্থা বুঝতে হল্টার মনিটারিং করা হবে।
Read More- বহু প্রশ্নের জবাব নেই! জ্যোতিপ্রিয় ও বাকিবুরকে মুখোমুখি বসিয়ে জেরা ED-র?
এর আগে নিয়োগ দুর্নীতি কাণ্ডে গ্রেফতার করা হয় বড়ঞার বিধায়ক জীবন কৃষ্ণ সাহাকে। সেসময় অভিযোগ ওঠে, নিজের দুটি মোবাইল ফোন বাড়ির পাশের পুকুরে ফেলে দেন স্বয়ং বিধায়ক। যদিও পরবর্তীতে দীর্ঘ খোঁজাখুঁজির পর ওই ফোনদুটি উদ্ধার করা হয়।