ঘূর্ণিঝড় মোকা আন্দামানের পথে গেলে, তাপপ্রবাহে ফের পুড়তে পারে বাংলা। প্রাথমিকভাবে এমনটাই মনে করছেন আবহবিদরা। ফলে, সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত রাজ্যে ফের বাড়তে চলেছে গরম। মূলত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপপ্রবাহ ফের দেখা যেতে পারে। হাওড়া, হুগলি, দক্ষিণ ২৪ পরগনা, দুই বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এবং বীরভূমের তাপমাত্রা ফের চরম পর্যায়ে পৌঁছতে পারে বলেই দাবি আলিপুর আবহাওয়া দফতরের। এর আগেই দাবি করা হয়েছিল রাজ্যে নয় ঘূর্ণিঝড় মোকা আছড়ে পড়তে পারে আন্দামানে।
West Bengal Weather Update: ঘূর্ণিঝড়ের হাত থেকে রক্ষা পেলেও গরম আরও বাড়বে দক্ষিণবঙ্গে
আগামী ১১ তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলেই দাবি হাওয়া অফিসের। এই অবস্থায় ফের গরম বাড়ার পূর্বাভাস থাকছে। কলকাতাতে বাড়তে পারে স্বাভাবিকের থেকে তাপমাত্রা। শুক্রবার থেকে বদলাতে পারে আবহাওয়া।