খাতায় কলমে বাংলা থেকে বিদায় নিয়েছে বর্ষা, তবু আকাশের মুখ ভারই রয়েছে। বুধবার সকাল থেকে কলকাতা এবং সংলগ্ন অঞ্চলের আকাশ মেঘলা ছিল। বেলা গড়াতেই বেশ খানিকটা বৃষ্টি হয়ে গেল কলকাতা এবং উত্তর চব্বিশ পরগনায়।
শনিবার বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। দক্ষিণ আন্দামান সাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্তের প্রভাবে দক্ষিণ-পূর্ব ও পূর্ব মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির সম্ভাবনা আজ। নিম্নচাপটি পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগিয়ে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে সুস্পষ্ট নিম্নচাপ রূপে অবস্থান করবে শুক্রবার। সেখানেই ঘূর্ণিঝড় তৈরির প্রবল সম্ভাবনা।
তবে এই ঘূর্ণিঝড় থেকে সুপার সাইক্লোন হওয়ার সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আবহাওয়া দফতর। বাংলায় ঘূর্ণিঝড়ের প্রভাব কতটা, তা নিশ্চিত ভাবে জানাতে পারেনি আবহাওয়া দফতর ৷ তাই ঘূর্ণিঝড় নিয়ে আশঙ্কা কাটেনি কালীপুজোর উদ্যোক্তাদের ৷