'আজ বরষা নামল সারা আকাশ আমার পায়'...
ভ্যাপসা গরম থেকে খানিক মুক্তি, মরশুমের প্রথম বৃষ্টিতে ভিজেছে চারিধার। গত অক্টোবরের পর তিলোত্তমায় এই বৃষ্টি, সঙ্গে কালবৈশাখী। তবে হাওয়া অফিস সূত্রে খবর, এখনই রেহাই মিলছে না। মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় চলবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত। তাপমাত্রাও পড়তে পারে ২ থেকে ৩ ডিগ্রি। হাওয়া অফিস জানিয়েছে, ঝলমলে রোদের দেখা এখনই পাওয়া যাবে না, আগামী কয়েকদিন শহরের আকাশের মুখভারই থাকবে।
হাওয়া অফিসের পূর্বাভাস, আগামী মঙ্গলবার পর্যন্ত কলকাতা, দুই ২৪ পরগনা, মুর্শিদাবাদ, ঝাড়গ্রাম, হাওড়া, হুগলি, দুই মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম, নদিয়া, পুরুলিয়া, দুই বর্ধমানে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। সঙ্গে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে বইতে পারে দমকা হাওয়া। উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।