কেন্দ্রীয় প্রকল্পের কাজ পুরো হলে তবেই মিলবে কেন্দ্রের টাকা। কেন্দ্র- রাজ্য দুই সরকার অর্থ ঢালে এরকম বেশ কিছু প্রকল্পের ক্ষেত্রে নতুন নিয়ম করতে চলেছে মোদী সরকার।
এর মধ্যে রয়েছে জল জীবন মিশন, প্রধানমন্ত্রী আবাস যোজনা বা গ্রাম সড়ক যোজনার মতো প্রকল্প। মোদী সরকারের যুক্তি আগে কেন্দ্রের টাকা পেয়ে গেলে অনেক সময়ই কাজ অসম্পূর্ণ থেকে যাচ্ছে। কাজ শেষ হলে টাকা দেওয়া হলে দ্রুত কাজ শেষ করার তাগিদ থাকবে।
সদ্য পেশ হয়া বাজেটেও তেমনই ইঙ্গিত দিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ। কিন্তু তাতে চিন্তায় পড়েছে রাজ্যগুলি। রাজ্যের অর্থমন্ত্রীদের প্রশ্ন, রাজ্যের কোষাগারে এম্নিই টানাটানি, প্রথমে যদি কেন্দ্র টাকা না-দেয়, তা হলে কাজ শুরু হবে কী ভাবে!