ইডির তলবে সাড়া দিলেন সিউড়ি থানার আইসি (Siuri IC) মহম্মদ আলি । শনিবার তাঁকে ইডির দিল্লি দফতরে ডেকে পাঠান তদন্তকারী আধিকারিকরা । জানা গিয়েছে, এদিন সমস্ত নথি নিয়ে নির্ধারিত সময়ের আগেই পৌঁছে গিয়েছেন আইসি । গরু পাচারকাণ্ডে (Cow Smuggling Case) যোগসূত্র তাঁর যোগসূত্র রয়েছে বলে অভিযোগ ।
ইডি সূত্রে খবর, গরু পাচারকাণ্ডে সিউড়ি থানার আইসির নাম জড়িয়েছে । কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, অনুব্রত মণ্ডলের জন্য মামলা লড়ার খরচও যোগান ওই আইসি । এ সম্পর্কে জেরার জন্যই তাঁকে ব্যাঙ্ক অ্যাকাউন্টের নথিসহ ইডি দফতরে হাজিরা দিতে বলা হয় ।
উল্লেখ্য, গরুপাচার কাণ্ডে (Cow Smuggling Case) আগেই দিল্লিতে তলব করা হয়েছে আসানসোল জেলের সুপার (Asansol Jail Super) কৃপাময় নন্দীকে। ইডির তরফে একটি নোটিশ পাঠানো হয়। সেখানে লেখা রয়েছে, আগামী ৫ এপ্রিল তাঁকে দিল্লিতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED) অফিসে হাজিরা দিতে হবে।