বিজয়া দশমীর আগে কেউ তাঁর নামই জানত না৷ কিন্তু মালবাজারে হড়পা বানের সময় বহুজনের জীবন বাঁচিয়ে তিনিই এখন গোটা রাজ্যের নয়নের মণি৷ মানবতার আরেক নাম মহম্মদ মানিক। এবার তাঁকে স্বীকৃতি জানাতে চলেছে একটি পুজো কমিটি। কালীপুজোর উদ্বোধন করবেন উত্তরবঙ্গের বাসিন্দা এই সাহসী যুবক।
বিজয়া দশমীর রাতের দুঃস্বপ্ন এখনও তাড়া করছে উত্তরবঙ্গকে। জলপাইগুড়ি জেলার মালবাজারের মাল নদীতে প্রতিমা বিসর্জন দিতে এসেছিলেন অনেক মানুষ। বিসর্জনের বাজনার মাঝেই আচমকা হড়পা বানের হানাচ, প্রবল জলের তোড়ে ভেসে যাচ্ছিলেন অনেক মানুষ। এই সময় জীবন বিপন্ন করে খরস্রোতা নদীতে ঝাঁপিয়ে পড়েন মানিক। নদীর বুক থেকে দশজনকে টেনে তোলেন তিনি। এরপর থেকেই তিনি গোটা রাজ্যের নয়নের মণি।
Bengali serial TRP list: প্রথম পাঁচে নেই 'মিঠাই', 'আলতা ফড়িং', তালিকার শীর্ষে তাহলে কোন সিরিয়াল?
মানিকের এই উদ্ধারকাজ দেখার পরই তাঁকে সম্মান জানানোর সিদ্ধান্ত নেন শ্যামাপুজো কমিটির কর্তারা সোদপুরের নাটাগড় ফ্রেন্ডস অ্যাসোসিয়েশনের কালীপুজোর এবার ৬২তম বছর। সেই পুজো উদ্বোধন করবেন মানিক। ক্লাবের সম্পাদক সুজিত দে জানিয়েছেন, মানিকই আসল সুপারস্টার, তাই এমন সিদ্ধান্ত।