উত্তর দিনাজপুরের চোপড়ার সালিশি-কাণ্ডে নতুন মোড়। এই ঘটনার এফআইআরে সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম এবং বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্যর নাম। গত ৩০ জুন এই ঘটনায় পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়েছিল। যা সামনে আসতে তোলপাড় হল রাজ্য রাজনীতি। জেলা পুলিশ জানিয়েছে, ঘটনার রাতেই থানায় এফআইআর করেন নির্যাতিতা। অভিযোগ করেছিলেন ভিডিও প্রকাশকারীদের বিরুদ্ধে।
সূত্রের খবর, আইটি অ্যাক্টের ধারায় এই ঘটনায় মহম্মদ সেলিম এবং অমিত মালব্যর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। আট দিনের আগের এই ঘটনার ভিডিও নিজের এক্স হ্যান্ডেল থেকে শেয়ার করেছিলেন সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। ভিডিওটি শেয়ার করেছিলেন বিজেপি নেতা অমিত মালব্যও। জেলা পুলিশের দাবিকে উড়িয়ে দিয়েছেন বিরোধীরা। তাঁদের পাল্টা দাবি, নির্যাতিতাকে দিয়ে কার্যত জোর করে এই মামলা লিখিয়ে নেওয়া হয়েছে।
চোপড়ার ঘটনায় ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে স্থানীয় তৃণমূল নেতা তাজিমুলকে। এই ঘটনার পর স্থানীয় বিধায়ক হামিদুল ইসলামকে কার্যত ভর্ৎসনা করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।