শনিবার সন্ধ্যা নাগাদ অবশেষে অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে নিয়ে যাওয়া হল টাকা বোঝাই ২০টি ট্রাঙ্ক (SSC Scam)। শুক্রবার রাতে ইডির তল্লাশিতে দক্ষিণ কলকাতার এক অভিজাত আবাসনের দোতলায় অর্পিতার ফ্ল্যাট থেকে উদ্ধার হয় ওই বিপুল পরিমাণ টাকা।
ইডি সূত্রে জানা গিয়েছে, অর্পিতার বাড়ি থেকে উদ্ধার হয়েছে নগদ ২১ কোটি ২০ লক্ষ টাকা। ৫৪ লক্ষ টাকার বেশি বিদেশি মুদ্রা। ৭৯ লক্ষ টাকার গয়না। এমনকি টাকার স্তূপের মধ্যেই পাওয়া গিয়েছে উচ্চশিক্ষা দফতরের খাম! অর্পিতার বাড়িতে এই বিপুল পরিমাণ টাকা গুনতে স্টেট ব্যাঙ্ক থেকে ৭ টি টাকা গোনার মেশিন নিয়ে আসা হয়।
টাকা গোণার কাজ শেষ হওয়ার পর শনিবার বিকেল নাগাদ ইডির অনুরোধে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে অর্পিতার ফ্ল্যাটে বাজেয়াপ্ত টাকা নিয়ে যাওয়ার জন্য লরিতে চাপিয়ে চল্লিশটি প্রমাণ মাপের ট্রাঙ্ক পাঠানো হয়। আবাসনের দোতলায় অর্পিতার ফ্ল্য়াট। ট্রাঙ্কগুলি সেখানে নিয়ে গিয়ে তাতে টাকা ভরা হয়। তার আগে অবশ্য ১০০, ৫০০ ও ২০০০ টাকার নোটের আলাদা আলাদা বান্ডিল করা হয়। তারপর সেই বান্ডিলগুলি ভরা হয় কুড়িটি ট্রাঙ্কে। শনিবার সন্ধ্যা নাগাদ সেই টাকা বোঝাই ট্রাঙ্কগুলি কেন্দ্রীয় বাহিনীর কঠোর নিরাপত্তার মধ্যে লরিতে চাপিয়ে ফ্ল্যাট থেকে নিয়ে যাওয়া হয়।