ব়্যাগিং নিয়ে এবার বিতর্কিত মন্তব্য করলেন ধৃত দীপশেখরের বাবা। তাঁর বক্তব্য, হস্টেলে ব়্যাগিং হয়। তবে তার জন্য কারোর প্রাণ গেলে সেটা তাঁর ব্যাপার। আর অনেকেই এঅ মন্তব্যের তীব্র নিন্দা করেছেন।
মঙ্গলবার ধৃত সৌরভ, দীপশেখর এবং মনোতোষকে ফের আদালতে তোলা হয়। তাঁদের জামিনের আবেদন করেন আইনজীবীরা। অন্যদিকে জামিনের বিরোধিতা করে আদালতে সরকারি আইনজীবী জানান, সৌরভই ঘটনার কিংপিন। তাঁকে জেরা করে আরও বেশ কিছু তথ্য সামনে আসতে পারে। পাশাপাশি একটি চিঠির কথাও উল্লেখ করেন। দু-তরফের বক্তব্য শুনে বিচারক মনোতোষকে ২৫ অগাস্ট এবং সৌরভ ও দীপশেখর দত্তকে ২৬ অগাস্ট পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন।
আলিপুর আদালত চত্বরেই মঙ্গলবার হাজির হয়েছিলেন দীপশেখরের বাবা। সেখানে তিনি জানিয়েছেন, তাঁর ছেলের বিরুদ্ধে যে ব়্যাগিংয়ের অভিযোগ তোলা হচ্ছে তা সম্পূর্ণ মিথ্যা। পাশাপাশি ব়্যাগিং নিয়েও বিতর্কিত মন্তব্য করেন তিনি।