স্বস্তি যেন কিছুতেই মিলছে না। বঙ্গবাসী চাতকের মতো চেয়ে বৃষ্টির অপেক্ষায়। কিন্তু জেলায় জেলায় বিক্ষিপ্ত বৃষ্টিপাতের জেরে গরম কিছুতেই কমছে না। এখন অপেক্ষা পুরোদস্তুর বর্ষা আগমনের। দক্ষিণবঙ্গে বর্ষা আসার কথা ১০ জুন। তবে এবার সেই তারিখ পিছোতে পারে বলেই মনে করছে হাওয়া অফিস।
Kharagpur IIT : ছাত্র মৃত্যুর ঘটনায় খুনের ধারা যোগ করার প্রস্তাব কলকাতা হাইকোর্টের
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে পূর্ব বর্ধমান, হুগলি, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরে। সোমবার বীরভূমে ঝেঁপে নেমেছিল বৃষ্টি। একাধিক জায়গায় গাছ ভেঙে পড়ারও খবর মিলেছে। ‘বিপর্যয়’ ঘূর্ণিঝড় আসছে, যার জেরে আরব সাগরেই বন্দি থাকবে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু। এরকারণেই বঙ্গে বর্ষা দেরিতে ঢুকবে বলে আশঙ্কা আবহবিদদের।