প্রায় ছ'দিন আগেই রাজ্যে প্রবেশ করল বর্ষা। IMD-র তরফে এই তথ্য দেওয়া হয়েছে। আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে শুক্রবার উত্তরবঙ্গের একাধিক জেলায় মৌসুমী বায়ু প্রবেশ করেছে।
ফি বছর ৬ জুন রাজ্যে বর্ষা প্রবেশ করে। গত বছর ১২ জুন বর্ষা প্রবেশ করেছিল। এর আগে মে মাসে বর্ষা প্রবেশ করেছিল ২০০৯ এবং ২০০৬ সালে। ২০০৯ সালের ২৫ মে এবং ২০০৬ সালে ২৭ মে বর্ষা প্রবেশ করেছিল বঙ্গে।
Read More- নির্দিষ্ট সময়ের আগেই দেশে ঢুকল বর্ষা, পশ্চিমবঙ্গে কবে থেকে স্বস্তি? জানুন
আলিপুর আবহাওয়া দফতরের দেওয়া তথ্য অনুযায়ী, আগামী রবিবার পর্যন্ত দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও কোচবিহার এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হতে পারে। মঙ্গলবার পর্যন্ত ওই দুটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এদিকে মৌসম ভবনের পূর্বাভাস ছিল ৩১ মে অর্থাৎ শুক্রবার কেরল হয়ে দেশে প্রবেশ করবে বর্ষা। কিন্তু তার একদিন আগে অর্থাৎ ৩০ মে ভারতে বর্ষা প্রবেশ করে গিয়েছে বলে IMD-র তরফে জানানো হয়েছিল। এবার বঙ্গেও প্রবেশ করল মৌসুমী বায়ু।