টানা বৃষ্টির জেরে কার্যত বিপর্যস্ত উত্তরবঙ্গ। এরমধ্যে আগামী ২৪ ঘণ্টায় তিন জেলায় আরও বৃষ্টির পূর্বাভাস দেওয়া হল। সেইসঙ্গে জারি করা হল লাল সতর্কতা। এরমধ্যে আলিপুরদুয়ারকে আগাম সতর্ক করে দিল আলিপুর আবহাওয়া দফতর। বৃহস্পতিবার এক বিবৃতিতে দার্জিলিঙ এবং কালিম্পঙের জন্য সতর্কতা জারি করেছে আলিপুর। শুক্রবারও এই দুই জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
দক্ষিণবঙ্গে গরম থেকে বাঁচতে অনেকেই গত কয়েকদিনে পাহাড়ে গিয়েছেন। সিকিমে টানা বৃষ্টির জেরে অনেকেই আটকে পড়েছেন পাহাড়ে। বৃষ্টির জন্যই দার্জিলিঙ ও কালিম্পঙের পাহাড়ি রাস্তায় ধসও নামতে পারে বলে সতর্ক করেছে হাওয়া অফিস। জলপাইগুড়িতেও জারি করা হয়েছে অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা।
শুক্রবারের পরে শনি, রবি এবং সোমবারেও আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিঙ এবং কালিম্পঙে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।