অনুব্রতহীন বীরভূমে ফের ভাঙন। গত কয়েকদিনে দলবদলের খবরে কিছুটা ভাটা পড়লেও ফের বুধবার লাভপুরে তৃণমূল-বিজেপি ছেড়ে সিপিএমে নাম লেখালেন ১০০-র বেশি পরিবার। হাতিয়া অঞ্চলের পাঁচটি গ্রামের প্রায় ৫০০ জন মানুষ এদিন লাভপুরের যোগদান শিবিরে এসে লালঝাণ্ডা হাতে তুলে নেন। যদিও এই দলবদলকে তেমন আমল দিতে নারাজ তৃণমূলের জেলা নেতৃত্ব। রাজনৈতিক পর্যবেক্ষকদের দাবি, অনুব্রত মণ্ডল জেলে যাওয়ার পর থেকেই ক্রমাগত সিপিএমে যোগদান রাজ্যের শাসকদলকে রীতিমতো অস্বস্তিতে ফেলছে। অন্যদিকে, বিজেপি ছাড়ার খবরে কিছুটা অস্বস্তিতে রাজ্যের প্রধান বিরোধী দলও।
তৃণমূল সূত্রে দাবি, তৃণমূল কর্মীরা মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেই দল করেন। ফলে তাঁরা দল ছাড়বেন না। যে সব সুবিধাবাদীরা বিধানসভা নিবার্চনের আগে বিজেপিতে গিয়েছিলেন, তারাই এখন সিপিএমে যাচ্ছেন বলে তোপ দেখেছেন তৃণমূল নেতৃত্ব। তবে সিপিএমের দাবি, তৃণমূল এবং বিজেপি দুই দলের দুর্নীতিতে মানুষ ক্ষিপ্ত। তাই অন্যায়ের প্রতিবাদেই মানুষ সিপিএমে যোগদান করছে।