দীর্ঘদিন ধরে শিয়ালদহ স্টেশনের একাধিক ট্রেন বাতিল করা হয়েছিল। যার ফলে ব্যাপক সমস্যায় পড়েছিলেন যাত্রীরা। এবার সমস্যায় পড়তে পারেন দক্ষিণ পূর্ব শাখার যাত্রীরা। কারণ খড়গপুর ডিভিশনের প্রায় ২০০টি ট্রেন বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছ। আন্দুল স্টেশনে প্রি-নন ইন্টারলকিং ও নন-ইন্টারলকিংয়ের কাজ চলবে। আর সেই কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রেলের তরফে এবিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেখানে জানানো হয়েছে ৭ এবং ৮ জুলাই নন ইন্টার লকিংয়ের কাজ চলবে। আর সেই কারণে ২৯ জুন থেকে ৮ জুলাই খড়গপুর ডিভিশনের মোট ২৩৭ টি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। এছাড়াও একাধিক এক্সপ্রেস ট্রেনও রয়েছে বাতিলের তালিকায়। তার মধ্যে রয়েছে তাম্রলিপ্ত, ইস্পাত, জনশতাব্দী, ইন্টারসিটি, ধৌলি, আরণ্যক, কান্ডারি-র মতো একাধিক গুরুত্বপূর্ণ ট্রেন।
২৯ জুন থেকে ট্রেনগুলি বাতিল করা হবে। ৫ এবং ৬ তারিখ সবথেকে বেশি সংখ্যক ট্রেন বাতিল করা হবে। ওই দুদিন প্রায় ৫০টি করে লোকাল ট্রেন বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছ।