মার্চের ১৬ তারিখ লোকসভা নির্বাচনের দিনক্ষণ প্রকাশ করেছে জাতীয় নির্বাচন কমিশন। তার ৪ দিন যেতে না যেতেই কমিশনের কাছে জমা পড়ল এক লাখ অভিযোগ। প্রথম দফায় এরাজ্যে যে আসনগুলিতে নির্বাচন হবে তার মধ্যে অভিযোগ জমা পড়ার শীর্ষে রয়েছে কোচবিহার। বুধবার সাংবাদিক বৈঠক করে রাজ্যের মুখ্য নির্বাচন কমিশনার জানান,এখনও পর্যন্ত ১ লাখ ২৭ হাজার ৭২৬টি অভিযোগ জমা পড়েছে।
কী কী উদ্ধার করা হয়েছে?
অন্যদিকে বিগত চারদিনে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে উদ্ধার করা হয়েছে টাকা এবং মদ। কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, উদ্ধার করা মদ ও টাকার অঙ্ক যোগ করলে ৮১ কোটি টাকারও বেশি।
নির্বাচনী নির্ঘণ্ট প্রকাশের পর রাজ্যজুড়ে কড়া নজরদারি শুরু করেছে কমিশন। বিভিন্ন এলাকায় শুরু হয়েছে তল্লাশি। সেসময়ই উদ্ধার করা হয়েছে নগদ টাকা ও মদ।