ছেলে মারা গেছে বুঝতে পারেননি। মৃতদেহ দুই দিন ধরে আগলে বসেছিলেন অশীতিপর মা। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার হাবড়া থানার জয়গাছি বেলতলা এলাকায়।
ওই বৃদ্ধার প্রতিবেশীরা জানিয়েছেন, সুনীল দত্ত ও তাঁর মা কমলা দত্ত একসঙ্গে থাকতেন৷ পরিবারে আর কেউ ছিল না। গত দুই দিন ধরে তাঁদের বাড়ি থেকে প্রতিবেশীরা দুর্গন্ধ পাচ্ছিলেন। মঙ্গলবার সন্ধ্যায় দুর্গন্ধ তীব্র হয়। এরপর প্রতিবেশীরা বাড়ির জানালা দিয়ে দেখতে পান ঘরে বিছানায় সুনীল দত্তের মৃতদেহ পড়ে রয়েছে। পাশে বসে রয়েছেন তাঁর মা। এরপর প্রতিবেশীরা হাবড়া থানায় খবর দেন৷ পুলিশ গিয়ে মৃতদেহটি উদ্ধার করে হাবড়া হাসপাতালে নিয়ে আসে। মাকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রতিবেশীরা জানিয়েছেন, ছেলের যে মৃত্যু হয়েছে অশীতিপর মা সেটা বুঝতে পারেননি৷ তাই দুই দিন ধরে মৃতদেহ আগলে বসে ছিলেন। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।