মেয়ে আত্মহত্যা করেছে, মেনে নিতে পারেননি মা । আর তাই হাতের শিরা কেটে নিজেকেও শেষ করে দিতে চান তিনি । মেয়ে আর স্ত্রীকে এই অবস্থায় দেখেও কিছু করতে পারেনি বুদ্ধদেব মুখোপাধ্যায় । বিছানায় শয্যাশায়ী তিনি । শুক্রবার সকালে এই ঘটনায় রীতিমতো হইচই পড়ে গিয়েছে কোন্নগর ক্রাইপার রোডে । নিহত তরুণীর নাম বিপাশা মুখোপাধ্যায় । আহত অবস্থায় তাঁর মা কৃষ্ণা মুখোপাধ্যায়কে হাসপাতালে ভর্তি করা হয়েছে । তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে খবর ।
হুগলির কোন্নগরে ক্রাইপার রোড সংলগ্ন এলাকায় একটি অ্যাপার্টমেন্টে স্ত্রী ও কন্যাকে নিয়ে থাকতেন বুদ্ধদেব মুখোপাধ্যায় । স্থানীয়দের কথায়, মা, বাবা, মেয়ে, কারও সঙ্গে খুব একটা মেলামেশা করতেন না। নিজেদের মতোই থাকতেন। বুদ্ধদেব বাবু বেশ কয়েকদিন ধরেই অসুস্থ । বিছানায় শয্যাশায়ী । প্রতিবেশীদের ধারণা, মানসিক অবসাদে ভুগছিলেন মেয়ে বিপাশা । সেকারণেই হয়তো চরম সিদ্ধান্ত নিয়েছেন তিনি । আর মেয়ের মৃত্যুর শোক না নিতে পেরেই হয়তো কৃষ্ণাদেবীও আত্মহত্যার চেষ্টা করেন ।
এক প্রতিবেশী বলেন, 'হঠাৎ আজ সকালে সুইপার এসে বলছেন পাশের ঘরে সুইসাইড করেছে । গিয়ে দেখি মেয়েটা আত্মহত্যা করেছে। কাকিমার হাতে শিরা কাটা।' তাঁরাই কৃষ্ণাদেবীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় । পুলিশকেও খবর দেওয়া হয় । পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য় পাঠিয়েছে । ইতিমধ্যেই তদন্তও শুরু হয়েছে ।