নেশার ঘোরে নিজের কোলের শিশুকে বিক্রির অভিযোগে তোলপাড় ডানকুনির মল্লিক পাড়া। অভিযোগ পেতেই তদন্তে নেমে দুই ব্যক্তিকে গ্রেফতার করে ডানকুনি থানা। উদ্ধার করা হয়েছে শিশুটিকেও।
জানা গিয়েছে, নিউ ব্যারাকপুরে বিয়ে হলেও চার বছরের ছেলে নিয়ে পূজা মন্ডল প্রেমিক সুজিত খানের সঙ্গে চলে আসে ডানকুনিতে। সেখানে মনোহরপুরে ঘর ভাড়া নেয় তারা। এরপর পুজোর মধ্যেই নিজের শিশু সন্তানকে ৪০ হাজার টাকায় বিক্রি করে দেয় দুই অভিযুক্ত। পূজার দাবি, নেশাগ্রস্ত থাকায় কিছু খেয়াল ছিল না তার। তবে পূজার থেকে আজিজুল নামক এক ব্যক্তির নাম পেয়ে তদন্তে নামে পুলিশ। তাঁকে জেরা করে খুরসিদা বেগমের ঠিকানা পাওয়া যায়। ওই মহিলার কাছেই বাচ্চাটিকে খুঁজে পায় পুলিশ।
আরও পড়ুন- Hooghly Murder News: নাবালিকা মেয়ের সঙ্গে সম্পর্কের জের, তরুণকে পিটিয়ে-কুপিয়ে খুন হুগলিতে