ছেলের গলায় ফাঁস লাগিয়ে ফ্যানে ঝুলিয়ে দিলেন মা। এমনই অভিযোগ মায়ের বিরুদ্ধে। পরিচারিকার চোখে পড়ায় প্রাণে বাঁচে ওই নাবালক। ধরা পড়তেই ব্যালকনি থেকে ঝাঁপ দেন মহিলা। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুরে। ঘটনায় চাঞ্চল্য এলাকায়। পুলিশ সূত্রে খবর, গৃহবধূর নাম পারমিতা আহমেদ। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করে ভর্তি করা হয়েছে SSKM হাসপাতালে।
স্ত্রী বিরুদ্ধে ছেলেকে হত্যার চেষ্টা করার অভিযোগ দায়ের করেছেন গৃহবধূর স্বামী মুনির আহমেদ। পুলিশ সূত্রে খবর, সম্প্রতি তাদের মধ্যে চলছিল দাম্পত্য কলহ। সেই জন্যেই এই সিদ্ধান্ত কী না খতিয়ে দেখছে পুলিশ। পরিচারিকা জানান, ফ্যানের সঙ্গে ঝুলতে দেখে তিনিই গিয়ে ছেলেটিকে তুলে ধরেন।