কামদুনি কাণ্ডে (Kamduni Case) সুবিচারের দাবিতে দিল্লির উদ্দেশে রওনা দিলেন মৌসুমী ও টুম্পা কয়ালরা। কলকাতা হাইকোর্টের রায়ে অসন্তোষ প্রকাশ করে এবার দিল্লিতে যাচ্ছেন তাঁরা। তাঁদের সঙ্গে গিয়েছেন বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা সহ, নির্যাতিতার পরিবারের সদস্যরাও।
বুধবার সকাল ১০টা ২৫ মিনিটের উড়ানে দিল্লি পাড়ি দেবেন তাঁরা। সুপ্রিম কোর্টে দায়ের করা হবে স্পেশাল লিভ পিটিশন। মৌসুমীদের দাবি, ফাঁসির রায় তুলে নেওয়ার পর রাজ্যের বিচারব্যবস্থার উপর থেকে আস্থা হারিয়ে গিয়েছে। তাই সুবিচারের আশায় দিল্লি যাচ্ছেন তাঁরা।
Petrol Diesel Price Today: কলকাতায় আজ জ্বালানির দাম কত? ডিজলের দামেও কি নড়চড় হয়েছে?
২০১৩ সালে এক কলেজ ছাত্রীকে নৃশংসভাবে গণধর্ষণ করে খুন করা হয়। নিম্ন আদালতে ওই মামলায় ২ দোষীকে ফাঁসির সাজা দেওয়া হয়। পরে কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চ ফাঁসির সাজা রদ করে দেয়। এবং যাঁদের আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছিল তাদের বেকসুর খালাসের নির্দেশ দিয়েছিল বেঞ্চ। এবার সেই রায়কেই চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিমকোর্টে বিজেপি।