ফের খবরের শিরোনামে কামদুনির প্রতিবাদী চরিত্র মৌসুমী কয়াল। মৌসুমিকে নিয়োগ দুর্নীতিতে ধৃত তাপস মণ্ডলের ‘এজেন্ট’ বলে বৃহস্পতিবার দাবি করেছেন কুন্তল। মৌসুমীর পাল্টা বক্তব্য তাঁকে ফাঁসানো হয়েছে।
নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত কুন্তল ঘোষ দাবি করেছেন, মৌসুমী ওই মামলায় ধৃত তাপসের ‘এজেন্ট’ হিসাবে কাজ করতেন। তবে তিনি কোনও টাকা তুলেছেন কি না, সেই ব্যাপারে কিছু বলেননি কুন্তল। তার প্রেক্ষিতে মৌসুমী আনন্দবাজারকে জানিয়েছেন, তাপসের অফিসে ‘দীনদয়াল উপাধ্যায় প্রজেক্ট’-এ রিসেপশনিস্ট-এর কাজ করতেন তিনি। ৮-৯ মাস বেতন না-পাওয়ায় কাজ ছেড়ে দেন বলে জানিয়েছেন তিনি।
চাকরিপ্রার্থীদের আন্দোলন ম়ঞ্চে যান বলেই তাঁর বিরুদ্ধে কুৎসা করা হচ্ছে, মত মৌসুমীর। শাসকদল তৃণমূলের বিরুদ্ধে ‘মিথ্যা প্রচারের’ অভিযোগ তুলেছেন তিনি। মৌসুমির অভিযোগ উড়িয়েছেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ।