এভারেস্ট জয় করে ঘরে ফিরলেন পর্বতারোহী পিয়ালি বসাক(Mountaineer Piyali Basak)। 'চন্দননগরের গর্ব' পিয়ালিকে ধুমধাম করে বরণ করে নিলেন এলাকাবাসী। পেশায় শিক্ষিকা পিয়ালি(Piyali Basak climbed on Everest) গত ২২ মে এভারেস্ট জয় করেন। তার দু'দিন পরেই আবার লোৎসে শৃঙ্গ জয় করে শোরগোল ফেলে দেন তিনি। এভারেস্ট ও লোৎসে জয়ের পর শনিবার বাড়ি ফিরলেন চন্দননগরের 'ঘরের মেয়ে'।
পিয়ালিকে(Piyali Basak climbed Lohtse peak) বরণ করতে সকাল থেকেই সাজো সাজো রব পড়ে যায় তাঁর এলাকায়। চন্দননগর ২ নং ওয়ার্ডের মুন্সীপুকুর মোড় থেকে ব্যান্ড সহযোগে হুডখোলা গাড়িতে শোভাযাত্রা করে পিয়ালিকে বাড়ি নিয়ে যায় চন্দননগরবাসী। এদিন পর্বতজয়ীকে(Piyali Basak) নিয়ে এলাকাবাসীর আবেগ ছিল চোখে পড়ার মত। ফুলের মালা পরিয়ে, ফুল ছড়িয়ে, মিষ্টি দিয়ে পিয়ালিকে বরণ করে নেন স্থানীয়রা।
আরও পড়ুন- Howrah Violence : হাওড়া-খড়গপুর শাখায় দীর্ঘক্ষণ ট্রেন চলাচল বন্ধ, দুর্ভোগে নিত্যযাত্রীরা
এতদিন পর মেয়েকে দেখে কেঁদে ফেলে পিয়ালির মা স্বপ্না বসাক। মেয়েকে জড়িয়ে ধরে, মিষ্টি খাইয়ে দেন তিনি। প্রায় দুই মাস পর বাড়ি ফিরছে মেয়ে। তাই এদিন বাড়িতে পিয়ালির(Mountaineer Piyali Basak) দুপুরের মেনুতে রয়েছে তার প্রিয় মাছের ঝোল আর ভাত।
পাশাপাশি, এলাকাবাসীর সম্বর্ধনা পেয়ে আপ্লুত পিয়ালি(Piyali Basak) জানান, তাঁর এই অভিযানে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন এলাকাবাসী থেকে তাঁর শুভানুধ্যায়ীরা। তাঁদের সাহায্য ছাড়া এটা যে সম্ভব হত না, তা স্বীকার করেন তিনি। পাশাপাশি তিনি ভাগ করে নিলেন পর্বতারোহণের সময়ের ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা। তবে এখানেই যে তিনি থামছেন না, সে ইঙ্গিতও দিয়ে রাখলেন পিয়ালি। আগামীতে আট হাজার মিটারেরও বেশি উঁচু পর্বতশৃঙ্গগুলি অতিক্রম করাই তাঁর লক্ষ, জানালেন এই পর্বতারোহী।