নিয়োগ-দুর্নীতিতে অর্পিতা মুখোপাধ্যায় গ্রেফতার হলে, দিলীপ ঘোষ কেন নয় ? ডায়মন্ড হারবারের প্রশাসনিক বৈঠক থেকে এই প্রশ্নই তুলে দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় । নিয়োগ দুর্নীতি-কাণ্ডে ধৃত ‘মিডলম্যান’ প্রসন্ন রায়ের বাড়ি থেকে দিলীপের বাড়ির দলিল উদ্ধার হয়েছে । তৃণমূল নেতার কথায়, দিলীপ ঘোষের বাড়িতে কেন তল্লাশি চালানো হল না ? দিলীপের গ্রেফতারির দাবি তুলে মঙ্গলবার কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দৃষ্টি আকর্ষণও করেছেন অভিষেক ।
ডায়মন্ড হারবারে প্রশাসনিক সভায় অভিষেকের বক্তব্যে উঠে আসে নিয়োগ-দুর্নীতি প্রসঙ্গ । পার্থ-অর্পিতা কাণ্ডের রেশ ধরেই এদিন দিলীপের গ্রেফতারির দাবি তোলেন অভিষেক । তিনি বলেন,"পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে তল্লাশি অভিযানের সময় অর্পিতার নামে দলিল পাওয়া যায় । সে কারণে অর্পিতার বাড়িতে তল্লাশি চালানো হয় । তাঁকে গ্রেফতারও করা হয় । প্রসন্ন রায়ের বাড়িতেও দিলীপ ঘোষের দলিল পাওয়া গিয়েছে । কিন্তু, সেখানে দিলীপের বাড়িতে তো তল্লাশি চালানো হল না ।" ডায়মন্ড হারবার সাংসদের দাবি, দিলীপের বাড়িতে তল্লাশি চালালে অনেক টাকা বা প্রমাণ পাওয়া যেত । এরপরই এই বিষয়ে কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দৃষ্টি আকর্ষণ করে অভিষেক বলেন, "কিছু দিন আগে এক সাক্ষাৎকারে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেছিলেন, যাঁরা দোষী, তাঁরা শাস্তি পাবেন । তা হলে তা সুনিশ্চিত করুন ।"
নিয়োগ দুর্নীতি-কাণ্ডে ‘মিডলম্যান’ প্রসন্ন রায়কে গ্রেফতার করা হয়েছে । এদিকে, তাঁর বাড়ি থেকেই দিলীপের বাড়ির দলিল উদ্ধার হয়েছে । জানা গিয়েছে,শৌভিক মজুমদার নামে এক ব্যক্তির কাছ থেকে দক্ষিণ ২৪ পরগনায় একটি জমি কিনেছেন দিলীপ । এটা তারই দলিল । আর এই দলিলের কথা স্বীকারও করে নেন দিলীপ ঘোষ । এখবর প্রকাশ্যে আসার পরই দিলীপের গ্রেফতারির দাবি তোলে তৃণমূল । এদিন,দলের সেকেণ্ড-ইন-কম্যান্ড অভিষেকের বক্তব্যেও উঠে এল একই দাবি ।