তিনি তিন বারের সাংসদ। জিতেছেন পশ্চিম মেদিনীপুরের এমন একটি কেন্দ্র থেকে, যা সবসময় আলোচনার কেন্দ্রে। এরপরেও মঙ্গলবার নিজের নির্বাচনী কেন্দ্র ঘাটালে গিয়ে অকপট সাংসদ দীপক অধিকারী ওরফে দেব। তাঁর সাফ কথা, তিনি রাজনীতি জানেন না। তাঁর কাছে রাজনীতির অর্থ মানুষের শান্তি। তাই খড়গপুরের বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্য়ায়কে জবাব দিতে গিয়ে দেব জানালেন, রাজনৈতিক ভাবে লড়াই হোক। ব্যক্তিগত আক্রমণ নয়।
সম্প্রতি ঘাটালে গিয়ে নাম না করে সাংসদ দেবকে কটাক্ষ করেছিলেন খড়গপুরের বিধায়ক ও আর এক টলি অভিনেতা হিরণ চট্টোপাধ্য়ায়। তাঁর অভিযোগ ছিল, বর্ষায় ডুবে যায় ঘাটাল। আর সাংসদ ছুটি কাটাতে মালদ্বীপ বেড়াতে যান। তার জবাবে এদিন দেব জানান, এই তথ্যও ভুল। কারণ, তিনি মালদ্বীপ নন, গিয়েছিলেন গ্রিসে। আর গিয়েছিলেন নিজের টাকাতেই।
হিরণকে খুব ভাল বন্ধু বলেই এদিন দাবি করেন দেব। কিন্তু ঘাটালের উন্নয়নের প্রশ্নে তিনি যে নোংরা রাজনীতি বরদাস্ত করবেন না, তাও স্পষ্ট বুঝিয়ে দেন সাংসদ-অভিনেতা। সাফ জানান, দলের স্বার্থে হয়তো এই রাজনীতি করতেই হয়। সেটাই হয়তো করেছেন হিরণ। কিন্তু তিনি এই রাজনীতিতে বিশ্বাস করেন না। আর করেন না বলেই ঘাটালের মানুষ তাঁকে ভালবাসেন।