রাষ্ট্রপতির বিরুদ্ধে কটূ মন্তব্যের জের । এবার দিল্লিতে অখিল গিরির বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেন হুগলির বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় । মন্ত্রীর বিরুদ্ধে যাতে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়, সেই অনুরোধ জানিয়েছেন তিনি । উল্লেখ্য, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর বিরুদ্ধে রাজ্যের মন্ত্রীর অখিল গিরির মন্তব্যকে ঘিরে উত্তাল দেশের রাজনীতি । মন্ত্রীর কটূ মন্তব্যে পাশে দাঁড়ায়নি দল । বিক্ষোভ দেখাচ্ছে বিজেপি । এবার এই ইস্যুকে কেন্দ্র করে রাজ্যের শাসকদল ও অখিল গিরির উপর আরও চাপ বাড়াল বিজেপি ।
রবিবার সকালে রাজধানীর নর্থ অ্যাভিনিউ থানায় অখিলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন লকেট । তাঁর কথায়, "এটা শুধু রাষ্ট্রপতিকে অপমান নয়, পুরো আদিবাসী সমাজকে অপমান করা এবং মহিলাদের অপমান করা।" সাংসদের দাবি, উত্তরপ্রদেশে কিছু হলে, মমতা নেতাদের দিয়ে সঙ্গে সঙ্গে বিবৃতি দেওয়ান । বুদ্ধিজীবীরা সঙ্গে সঙ্গে মোমবাতি নিয়ে রাস্তায় নেমে পড়েন । কিন্তু, এখন আর এই বিষয়ে কেউ কিছু বলছেন না, সবাই চুপ । লকেটের দাবি, মমতা অখিল গিরিকে বরখাস্ত করুন এবং বিবৃতি দিন । অখিল গিরিকে রাষ্ট্রপতি ভবনের সামনে বসে রাষ্ট্রপতির পায়ে হাত দিয়ে ক্ষমা চাইতে হবে ।
ঘটনার সূত্রপাত, নন্দীগ্রামের একটি সভায়। শুক্রবার রাষ্ট্রপতিকে নিয়ে মন্তব্য করেন রাজ্যের কারামন্ত্রী অখিল গিরি । সোশ্যাল মিডিয়ায় তাঁর ওই বক্তব্যের ভিডিয়ো ছড়িয়ে পড়ে । শুক্রবার এই নিয়ে রাজ্যজুড়ে প্রতিবাদ মিছিল করে বিজেপি । শনিবার মন্ত্রীর এই মন্তব্যের তীব্র নিন্দা করে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে তৃণমূল । জানিয়েছে, এই মন্তব্য দুর্ভাগ্যজনক। আগে প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন মন্ত্রী অখিল গিরি। সেইসঙ্গে তিনি ক্ষমা চেয়ে রাষ্ট্রপতিকে চিঠি পাঠাবেন বলে জানিয়েছেন ।