নতুন বছরের শুরুতে আদালতে অস্বস্তিতে বসিরহাটের তৃণমূল সাংসদ নুসরত জাহান। এবার তাঁকে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হল। শুনানির দিন তাঁকে আদালতে হাজিরা দিতে হবে বলে নির্দেশ আদালতে। ফ্ল্যাট দুর্নীতি মামলায় এই নির্দেশ আদালতের। এতদিন তিনি না এসে আদালতে তাঁর আইনজীবীকে পাঠাচ্ছিলেন সাংসদ।
গত বছর এই ফ্ল্যাট দুর্নীতি নিয়ে সরগরম হয়েছিল রাজ্য রাজনীতি। দুর্নীতিতে নাম জড়িয়েছিল বসিরহাটের তৃণমূল সাংসদের বিরুদ্ধে। বিজেপি নেতা শঙ্কুদেব পান্ডার দায়ের করা অভিযোগের ভিত্তিতে কেন্দ্রীয় এজেন্সি ইডিও তলব করেছিল নুসরতকে।
নিজেকে নির্দোষ বলেই দাবি করেছিলেন তৃণমূল সাংসদ। এই ঘটনায় তাঁর থেকে দূরত্ব বজায় রেখেছিল তৃণমূলও। এমনকী তৃণমূল নেত্রীও জানিয়েছিলেন, নুসরতকে তাঁর লড়াই লড়তে হবে।