বিয়ের মাত্র ১১ দিনের মাথায় বিজেপি বিধায়ক মুকুটমণি অধিকারীর বিরুদ্ধে বধূ নির্যাতন, ভয় দেখানো-সহ একাধিক অভিযোগ করেছেন স্ত্রী স্বস্তিকা ভুবনেশ্বরী।
গত লোকসভা নির্বাচনে হাওড়ার উলুবেড়িয়া আসনের কংগ্রেস প্রার্থী সোমা রানিশ্রী রায়ের কন্যা স্বস্তিকার দাবি, তাঁর মায়ের রাজনৈতিক পরিচয় অনেক আগে থেকেই জানতেন বিজেপি বিধায়ক স্বামী।
বিজেপি বিধায়ক রেজিস্ট্রি করেছেন ২৮ মে। স্ত্রী স্বস্তিকা ভুবনেশ্বরী তিলজলা থানায় অভিযোগ দায়ের করেছেন গত ৭ জুন। স্বস্তিকা সম্প্রতি আনন্দবাজারকে জানিয়েছেন, বিয়ের আগে মুকুটমণির সঙ্গে রাজনীতি নিয়েও কথাবার্তা হয়েছে। অথচ বিয়ের পর বিধায়ক বলেছেন, তিনি যে কংগ্রেস বাড়ির মেয়ে সেটা নাকি জানতেনই না মুকুটমণি।
লোকসভা নির্বাচন মেটার পরে পরেই হাসপাতালের চাকরি ছেড়ে পুরোপুরি রাজনীতিতে যোগ দেন মুকুটমণি। ২০২১ সালে বিধানসভা নির্বাচনে রানাঘাট দক্ষিণে তাঁকে প্রার্থী করা হয়। ১৬,৫১৫ ভোটে জয় পান মুকুটমণি।
স্বস্তিকা জানিয়েছেন ২০২২ সালের জুলাইয়ে মায়ের সঙ্গে বিদেশভ্রমণের কিছু ছবি দেখে মুকুটমণির বাবা তাঁকে পুত্রবধূ হিসাবে পছন্দ করেন। গত নভেম্বরে মুকুটমণি তাঁকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন, মে মাসে রেজিস্ট্রি হয়, তার পরেই শুরু হয় গোলমাল। বিয়ের পর দিন থেকেই মুকুটমণির পরিবারের তরফে নানা রকম হুমকি দেওয়া হয় বলে জানিয়েছেন স্বস্তিকা।