হাওড়া এবং শিয়ালদহ শাখার মেইন লাইনে প্রতিদিন কয়েক লক্ষ নিত্যযাত্রীদের যাতায়াত। কিন্তু এবার দুই লাইনের নিত্যযাত্রীরাই চরম ভোগান্তির শিকার। কিছুদিন আগেই হাওড়া-বর্ধমান কর্ড এবং মেইন লাইনের ট্রেন গন্ডোগোলের শিকার হয়েছিলেন যাত্রীরা। এবার সেই দুর্ভোগই কার্যত ফিরতে চলেছে। লাইনে কাজ চলছে বারুইপাড়া এবং চন্দনপুর ফোর্থ লাইনে। যার জেরে বাতিল হতে পারে হাওড়া বর্ধমান লাইনের একাধিক লোকাল ট্রেন৷ অন্যদিকে দূরপাল্লার ট্রেন গুলি ব্যান্ডেল হয়ে যাবে ঘুরপথে এর জেরে ট্রেন লেট থাকবে বলেই আশঙ্কা। ইতিমধ্যেই বিজ্ঞপ্তি দিয়ে পূর্ব রেল জানিয়েছে, শিয়ালদহ-বারুইপাড়া শাখারও কিছু লোকাল বাতিল করা হচ্ছে।
বিজ্ঞপ্তি জারি করে পূর্ব রেল জানিয়েছে, ৭ তারিখ থেকে ১৭ তারিখ পর্যন্ত বাতিল থাকছে 36811 হাওড়া-বর্ধমান লোকাল সহ আরও বেশ কিছু ট্রেন৷ দূরপাল্লার ট্রেনগুলি চলবে অন্য রুটে ৷ তালিকায় রয়েছে 15236 ডাউন দারভাঙ্গা – হাওড়া সাপ্তাহিক এক্সপ্রেস, 12370 ডাউন দেরাদুন – হাওড়া কুম্ভ এক্সপ্রেস, 12328 ডাউন দেরাদুন – হাওড়া উপাসনা এক্সপ্রেস, 15272 ডাউন মুজাফফরপুর – হাওড়া জনসাধরান এক্সপ্রেস সহ বেশ কিছু ট্রেন।
এদিকে নৈহাটি হালিশহর লাইনে মেরামতির কারণে বাতিল শিয়ালদহ মেইনলাইনের বেশ কিছু ট্রেন। রেল সূত্রে খবর, কাজের জন্য শনিবার রাত থেকে রবিবার সকাল ৯ টা পর্যন্ত বাতিল করা হয়েছিল বেশ কিছু ট্রেন। যার মধ্যে ছিল শিয়ালদহ-কৃষ্ণনগর আপ ও ডাউন, শিয়ালদহ-গেদে আপ ও ডাউন, শিয়ালদহ-শান্তিপুর আপ ও ডাউন, শিয়ালদহ-রানাঘাট আপ ও ডাউন, শিয়ালদহ-কল্যাণী সীমান্ত আপ ও ডাউন এবং কল্যাণী সীমান্ত-নৈহাটি ডাউন ট্রেন।