অর্ধেক ছুটল। বাকিটা রয়ে গেল। ফের বড় বিপদ কাটল ভারতীয় রেলের। শুক্রবার রাতে বীরশিবপুরে এই ঘটনার সাক্ষী রইলেন মুম্বই মেলের যাত্রীরা। রেল জানিয়েছে, কাপলিং খুলে এই বিপত্তি হয়। অবশেষে চার ঘণ্টা পর সবকিছু ঠিক করে ফের গন্তব্যের দিকে রওনা দেয় মুম্বই মেল।
রেল জানিয়েছে, রাত সাড়ে নটার কিছু পরে উলুবেড়িয়া স্টেশন ছাড়ার পরেই এই ঘটনা ঘটে। খড়গপুর শাখার বীরশিবপুর স্টেশনের কাছে থমকে যায় ট্রেনের অর্ধেক বগি। যাত্রীরা জানিয়েছেন, কিছুটা আগে গিয়ে থেমে যায় ইঞ্জিন-সহ পিছনের দুটি কামরা।
খবর পেয়ে বীরশিবপুর স্টেশনে যান রেলের আধিকারিকরা। চার ঘণ্টার চেষ্টায় তা মেরামরি করে, ফের তা গন্তব্যের দিকে পাঠিয়ে দেওয়া হয়। এই ঘটনায় জেরে দক্ষিণ-পূর্ব রেলের ওই শাখায় বেশ খানিকক্ষণ বিঘ্ন হয় ট্রেন চলাচল।