পুরভোটের (Municipal Election 2022) মুখে উত্তেজনা ছড়াল বীরভূম (Birbhum) ও বহরমপুরে । বীরভূমের রামপুরহাট (Rampurhat) পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের বিজেপি (BJP) প্রার্থী দীনেশ মণ্ডলের বাড়িতে হামলার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে । বৃহস্পতিবার রাতে বিজেপি প্রার্থী ও তাঁর দাদার বাড়িতে হামলা করা হয় বলে অভিযোগ । ইট ছুড়ে বাড়ির জানলার কাঁচ ভেঙে দেওয়া হয় । তাঁদের অভিযোগ, ভাঙচুর করার সময় প্রার্থীপদ প্রত্যাহার করে নেওয়ার হুমকি দেয় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা । যদিও, সব অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল ।
অন্যদিকে, বহরমপুর পৌরসভার (Berhampore) ১৩ নম্বর ওয়ার্ডে কংগ্রেস (Congress) প্রার্থী স্বপন কর্মকারের বাড়িতে হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে । তাঁর বাড়ির দরজা জানলা ভেঙে দেওয়া হয় । বৃহস্পতিবার রাতেই ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বহরমপুর থানার পুলিশ ।
এদিকে, রাত পোহালেই চার পুরসভার ভোটগ্রহণ । তার আগে লেকটাউনের (Laketown) গোলাঘাট থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র-সহ এক রাউন্ড গুলি । ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়েছে । বৃহস্পতিবার রাতে বিধাননগর পুরসভা নির্বাচন উপলক্ষে নাকা চেকিং চালাচ্ছিল পুলিশ । সেইসময় দুই বাইক আরোহীর কাছ থেকে এই আগ্নেয়াস্ত্র উদ্ধার হয় । গোটা ঘটনা খতিয়ে দেখছে লেকটাউন থানার পুলিশ ।