কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে শনিবার রাজ্যের চার পুরসভায় ভোটগ্রহণ (Municiipal Election 2022) । আসানসোল(Asansol), শিলিগুড়ি(Siliguri), বিধাননগর (Bidhannagar) ও চন্দননগরে (Chandannagar) নিরাপত্তা আঁটোসাঁটো করা হয়েছে । চলছে নাকা চেকিং এবং রুট মার্চ । বিশেষ করে, বিধাননগরে প্রতিটি প্রবেশ পথে চলছে কড়া নাকা চেকিং । প্রতিটি গাড়ি তল্লাশি করা হচ্ছে ।
চার পুরসভার মধ্যে নির্বাচন কমিশনের নজরে রয়েছে বিধাননগর পুরসভা । ভোটের দিন এখানে ঝামেলা হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে । এই পুরসভায় মোট ৪১টি ওয়ার্ড রয়েছে । এখানে এবার নজরে থাকছেন ৩১ নম্বর ওয়ার্ডের তৃণমূল (TMC) কংগ্রেস প্রার্থী সব্যসাচী দত্ত (Sabyasachi Dutta) । এই ওয়ার্ড থেকে বিজেপির হয়ে দাঁড়িয়েছেন দেবাশিস জানা । একসময় এই দেবাশিস জানা সব্যসাচী দত্তের ঘনিষ্ঠ ছিলেন ।
আরও পড়ুন,Municipal Election 2022 : পুরভোটের মুখে জায়গায় জায়গায় অশান্তি, তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ
সবার নজর রয়েছে শিলিগুড়ি পুরসভার দিকে । একদিকে বাম প্রার্থী অশোক ভট্টাচার্য (Ashok Bhattacharjee)। অন্যদিকে, তৃণমূলের গৌতম দেব (Goutam Deb) । ৬ নম্বর ওয়ার্ডের প্রার্থী অশোক ভট্টাচার্যের দাবি, শিলিগুড়ি পুরসভা আবারও লালের দখলেই ফিরবে । এদিকে, নিজেকে প্রমাণ করতে মরিয়া গৌতম দেব । বিধানসভা ভোটে পরাজিত হওয়া সত্ত্বেও তাঁকে শিলিগুড়ি পুরসভার প্রশাসক করেছিল তৃণমূল । সেক্ষেত্রে, এবারের পুরভোট তাঁর কাছে যেন 'প্রেস্টিজ ফাইট' । শিলিগুড়ি পুরসভায় মোট ৪৭টি ওয়ার্ড রয়েছে ।
আসানসোল পুরসভায় মোট ওয়ার্ডের সংখ্যা ১০৬ । বিধানসভা নির্বাচনে আসানসোলের অধিকাংশ ওয়ার্ডে এগিয়ে ছিল বিজেপি (BJP) । পুরভোটে খেলা ঘোরাতে তৎপর শাসকদল । তৃণমূলের প্রচারে দেখা মিলেছে হেভিওয়েটদের । শতাব্দী রায় থেকে মলয় ঘটক প্রচারে ঝড় তুলেছে । অন্যদিকে, নজরে থাকছেন জিতেন্দ্র তিওয়ারির স্ত্রী চৈতালী (Chaitali Tiwari) । আসানসোল পুরনিগমের ২৭ নম্বর ওয়ার্ডে বিজেপির প্রার্থী হয়েছেন চৈতালি তিওয়ারি ।
আরও পড়ুন, Jagdeep Dhankhar: গীতার শ্লোক উল্লেখ করে টুইট ধনখড়ের, নাম না করে মমতাকে খোঁচা
চন্দননগর পুরসভায় মোট ওয়ার্ডের সংখ্যা ৩৩ টি । গতবার পুরভোটে তৃণমূলের দখলে ছিল এই পুরসভা । এবার ভোটের আগে প্রচারে ঝড় তুলেছে শাসকদল থেকে বিরোধীরা । এবার এই পুরসভা কার দখলে থাকে, সেটাই দেখার ।