চার পুরসভার ভোট (Municipal Election 2022) গণনা চলছে । এখনও পর্যন্ত যা ট্রেন্ড, তাতে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস (TMC) । ইতিমধ্যেই জায়গায় জায়গায় তৃণমূল কর্মীদের সেলিব্রেশন শুরু হয়ে গিয়েছে । বিধাননগর কলেজের (Bidhannagar) সামনে ধরা পড়ল সেই ছবি ।
বিধাননগরে এখনও পর্যন্ত ৪০টি ওয়ার্ডে এগিয়ে রয়েছে তৃণমূল । এদিন, সকাল সকাল বিধাননগর কলেজের সামনে তৃণমূল কর্মীদের উচ্ছ্বাস ধরা পড়ল । ভোটের ফল বেরোনোর আগেই দলীয় পতাকা, ঢাক-ঢোল নিয়ে বেরিয়ে পড়েছেন তৃণমূল কর্মীরা ।
আরও পড়ুন, Counting: ত্রিস্তরীয় নিরাপত্তার মধ্যে শুরু বাংলার চার পুরসভা নির্বাচনের গণনা
বিধাননগর পুরসভায় মোট ওয়ার্ড ৪১ টি । বিধানসভা নির্বাচনে এখানে ভাল ফল করেছিল বিজেপি (BJP) । এবার তৃণমূল এই পুরসভার দখল নিতে পারে কি না সেদিকে নজর থাকবে ।