চার পুরসভায় (Municipal Election 2022) এখনও পর্যন্ত এগিয়ে রয়েছে তৃণমূল (TMC) । ইতিমধ্যেই এই চার পুরসভার বেশ কিছু ওয়ার্ডে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থীরা । চন্দননগরে (Chandannagar) ৪ নং ওয়ার্ডে জয়ী তৃণমূল । গণনাকেন্দ্রের বাইরেই তৃণমূল কর্মীদের উচ্ছ্বাস (TMC Celebration) ধরা পড়ল । হাতে দলীয় পতাকা নিয়ে, সবুজ আবির মেখে উল্লাসে মেতেছেন তৃণমূল কর্মী-সমর্থকরা ।
শিলিগুড়ি থেকে আসানসোল, বিধাননগর, চন্দননগর, প্রতিটি জায়গায় সকাল থেকেই সবুজ ঝড় । কলকাতা পুরসভার পর চার পুরসভায় নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার পথে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস । অন্যদিকে, বিরোধী হিসাবে উঠে আসছে বাম-কংগ্রেস ।
আরও পড়ুন, Municipal Election 2022 : বিধাননগরে এগিয়ে তৃণমূল, ঢাক-ঢোল নিয়ে উচ্ছ্বাস তৃণমূল কর্মীদের
এখনও পর্যন্ত বিজেপির দখলে এসেছে একটি ওয়ার্ড । ৩৩ ওয়ার্ডে জয়ী হয়েছেন বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির স্ত্রী চৈতালী তিওয়ারি ।