গত রবিবার পানিহাটির ৮ নম্বর ওয়ার্ডে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন করা হয় তৃণমূল কাউন্সিলর অনুপম দত্তকে। তার রেশ কাটতে না কাটতেই ফের আরও একটি খুন হল পানিহাটি পুরসভা (Murder at Panihati) এলাকায়।
এবারের ঘটনাস্থল পানিহাটি পুরসভার (Panihati Municipal Corporation) ৭ নম্বর ওয়ার্ডের অন্তর্গত আগরপাড়া নয়াবস্তি মৌলানা সেলিম রোড এলাকা। শেখ আরমান নামে ৩৫ বছরের এক যুবককে কুপিয়ে খুন করার অভিযোগ উঠল। এক সপ্তাহের মধ্যেই পরপর দুটি খুনের ঘটনায় রীতিমত সন্ত্রস্ত পানিহাটি পুরসভার (Panihati Municipal Corporation) বাসিন্দারা।
আরও পড়ুন: ইউক্রেনের শিশুদের ভবিষ্যত নিয়ে চিন্তিত ফেডেরার, শিক্ষার জন্য দিচ্ছেন ৫ লক্ষ মার্কিন ডলার
এই খুনের ঘটনার ২ ঘণ্টার মধ্যেই গ্রেফতার আততায়ী। পুলিশ সূত্রে খবর, খুনের পাল্টা খুন। ১০ বছর পর বাবার খুনের বদলা নিল ছেলে।
পুলিশ সূত্রে খবর, ২০১১ সালে কামারহাটিতে খুন হন শেখ উজির নামে এক ব্যক্তি। সেই ঘটনায় নাম জড়ায় মহম্মদ আরমানের। অভিযোগ, বাবার খুনের বদলা নিতে আরমানকে খুন করে শেখ বসির। তার সঙ্গী ছিল শেখ রমজান নামে একজন। খুনের ২ ঘণ্টার মধ্যেই দু’জনকে গ্রেফতার করেছে খড়দা থানার (Khardah Police Station) পুলিশ।