ঝাড়খন্ড থেকে বাগনানে এসে দুষ্কৃতীদের হাতে খুন অভিনেত্রী তথা ইউটিউবার রিয়া কুমারী, তাও ভোরবেলা। প্রথম থেকেই ছিল ধোঁয়াশা। এবার হত্যাকাণ্ডে মিলল নয়া মোড়। রিয়ার স্বামী প্রকাশের দিকেই উঠছে অভিযোগের তীর। পুলিশের হাতে একের পর এক মোটিভ।
জানা যাচ্ছে, রিয়ার নামে থাকা মোটা অঙ্কের টাকার নমিনি ছিলেন রিয়ার স্বামী প্রকাশ কুমার৷ এদিকে প্রকাশ নাকি, দেনায় ডুবে ছিলেন। পাশাপাশি এও জানা গিয়েছে, রিয়া প্রকাশের দ্বিতীয় স্ত্রী। রিয়াকে ছাড়ার জন্য বহুদিন ধরেই পরিবার চাপ দিচ্ছিল প্রকাশকে। রিয়ার পরিবারেরও অভিযোগ এটি পরিকল্পিত খুন, সব মিলিয়ে একাধিক মোটিভ খুঁজে পাচ্ছে পুলিশ৷ পুলিশের প্রাথমিক অনুমান, হয়ত প্রকাশের হাতেই খুন হয়েছেন রিয়া কুমারী।