সুতপা চৌধুরীর সঙ্গে তাঁর সম্পর্কের 'গভীরতা' নিয়ে এবার মুখ খুললেন সুশান্ত চৌধুরী (Murshidabad Murder Update)। পুলিশ সূত্রে খবর, সুশান্ত জেরায় স্বীকার করেছে, সুতপার সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক ছিল। সুতপার বাড়িতেও নিয়মিত যেত সে।
প্রথমবার জিজ্ঞাসাবাদের সময় সুশান্ত তদন্তকারীদের জানায়, সুতপার সঙ্গে তাঁর সম্পর্ক ছিল। সেই সম্পর্ক কতটা গভীর ছিল, তা জানতে চান তদন্তকারী অফিসাররা। সেই সময় সুশান্ত জানায়, সুতপার সঙ্গে তাঁর সম্পর্কের কথা ওর বাবা-মা জানতেন (Sutapa Chowdhury Family)। এখন স্বীকার নাও করতে পারেন। ওদের বাড়িতেও নিয়মিত যাতায়াত ছিল। এক সময় ফোনেও নিয়মিত কথাবার্তা হত। সুশান্তের বিরুদ্ধে সুতপার মা ও বাবার অভিযোগ, তাঁদের মেয়েকে উত্যক্ত করত সুশান্ত। সে কথা জেরার সময় সুশান্তের কাছে বলতেই ক্ষোভে ফেটে পড়ে সুশান্ত। জানান, "ন্যাকামো হচ্ছে! সবই জানতেন।" এরপরই সুতপার সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে অনেক কথা তদন্তকারী অফিসারদের জানান সুশান্ত।
আরও পড়ুন: হাতে জ্বলজ্বল করছে আংটি, সঙ্গীর কাঁধে মাথা রাখা, বাগদান সারা সোনাক্ষী সিনহার?
তদন্তকারী অফিসারদের সুশান্তর ভাই শুভদীপ তদন্তকারীদের জানিয়েছেন, দাদা রাতে ফোনে কারও সঙ্গে কথা বলত। কিন্তু সে সুতপা কি না তা জানতেন না তিনি। তদন্তকারীদের দাবি, জেলে প্রাথমিক জড়তা কাটিয়ে এখন সুশান্ত অনেকটাই স্বাভাবিক। বহরমপুরে চাঞ্চল্যকর হত্যাকাণ্ড ও সুতপার সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে অনেক কিছুই বলছে সুশান্ত। কিন্তু জেরায় সুশান্তের বক্তব্য খতিয়ে দেখেই তদন্তে এগোতে চাইছেন আধিকারিকরা।